নিজস্ব প্রতিনিধি ॥ গত সোমবার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক দেবাশীষ আচার্য ও জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার সিনিয়র সহযোগী সম্পাদক মুফতি মো. আমিন ইকবাল। এ ছাড়া সংগঠনটির সহসভাপতি মহসিন সাদেক, সহসাংগঠনিক সম্পাদক মনর উদ্দিন মনিরসহ অন্যান্য নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি জুনাইদ চৌধুরী, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, নির্বাহী সদস্য আব্দুল হান্নান, নাজিম উদ্দিন রানা, জিহাদ কামাল খোকন ও এসএম জুবায়ের আহমেদ প্রমুখ। সভায় প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করা ও সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ইফতারের পূর্বে এক বিশেষ দোয়া করা হয়। এতে আগ্রাসী ইসরায়েলি হামলায় নিহত নিরীহ ফিলিস্তিনিদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
Leave a Reply