চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা আমিন সমিতি-২০২৫ এর কাউন্সিল সম্পন্ন হয়েছে। গতকাল বৃস্পতিবার সকাল ১১টায় থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ চলে। বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার আলহাজ¦ কাজী এমএ খালেক। নির্বাচনে দায়িত্বে ছিলেন- মাষ্টার ফারুক মিয়া, মাষ্টার তৌফিকুল ইসলাম রুমন ও জাহাঙ্গীর মাষ্টার। নির্বাচনে সভাপতি পদে মোঃ আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইশা খান, সাংগঠনিক সম্পাদক পদে করাঙ্গী কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক মোঃ মামুনুর রশিদ ভূঁইয়া, কোষাধক্ষ পদে মোঃ আজিজুর রহমান, প্রচার সম্পাদক পদে মোঃ তাজুল ইসলাম চৌধুরী নির্বাচিত হন। পূর্ণাঙ্গ কমিটি পরে ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে আমিনশীপ ২০২৪ সালের ৬ মাসের কোর্সে নির্বাচিত শিক্ষর্থীদের মাঝে সদনপত্র বিতরণ করা হয়। বিকাল সাড়ে ৫টায় আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে নবনির্বাচিত সভাপতি ও সিনিয়র দলিল লেখক আব্দুল মনাফের সভাপত্তিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইশা খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে প্রধান ছিলেন-চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান। বিশেষ অতিথি ছিলেন-চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, আমিন সমিতির উপদেষ্টার মুফতি রফিকুল ইসলাম, উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি খারুইল আলম, সিনিয়র দলিল লেখক আলহাজ¦ কাজী এমএ খালেক, ব্যকসের সহ-সভাপতি নুরুল ইসলাম, সহ অনেকেই।
Leave a Reply