সোমবার, ১৯ মে ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন

মাধবপুরে মাদক-অস্ত্রসহ আটক ২

মাধবপুরে মাদক-অস্ত্রসহ আটক ২

 

মাধবপুর উপজেলায় মাদক ও অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। আটকরা হলো- উপজেলার হরিতলা গ্রামের মোহাম্মদ হানিফ মিয়ার মেয়ে সোনিয়া আক্তার (২৫) ও একই গ্রামের মৃত সহীদ মিয়ার ছেলে মোহাম্মদ হোসাইন (৩০)।
বুধবার (২ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে মাধবপুরের হরিতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনীর সদস্যরা।
বিষয়টি জেলা সেনাক্যাম্প থেকে নিশ্চিত করে জানানো হয়, হরিতলা এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক মাধবপুর সেনা ক্যাম্প। এসময় তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা, মোবাইল ফোন ৬৯টি, নগদ ৫ লাখ ৫১ হাজার ৯০০ টাকা, মোবাইল ফোনের পাওয়ার ব্যাংক তিনটি, ক্যামেরা একটি, দেশীয় অস্ত্র চারটি ও সাতটি ইয়াবার খালি প্যাকেট জব্দ করা হয়েছে। আটকদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com