রবিবার, ১৮ মে ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন

নির্বাচন নিয়ে রোডম্যাপ ঘোষণার আহ্বান

নির্বাচন নিয়ে রোডম্যাপ ঘোষণার আহ্বান

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং জনগণের চলমান সঙ্কট নিরসনে একটি রোডম্যাপ ঘোষণা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। এরআগে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি।
নজরুল ইসলাম খান বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পলাতক সরকার দেশ এবং জনগণের বিরুদ্ধে সকল অশুভ তৎপরতা সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বৈঠকে, ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল মানুষের এবং জনগণ ও রাষ্ট্রের সম্পদ সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালনের অব্যাহত রাখা, কেউ তা ব্যাহত করার চেষ্টা করলে প্রতিহত করার সিদ্ধান্ত নেয়া হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে মূল উদ্দেশ্যে স্বৈরাচারের অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক, মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যথাশীঘ্রই সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং জনগণের চলমান সঙ্কট নিরসন করতে সরকার একটি রোডম্যাপ ঘোষণা করবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়।

তিনি বলেন, বিনা সতর্কতায় ত্রিপুরার বাঁধের সুইচ গেট খুলে দেয়ার ফলে অতর্কিত প্রবল বন্যায় প্রস্তত অবস্থায় বাংলাদেশের জনগণ যেভাবে আক্রান্ত হয়েছেন, তা বিবেচনায় নিয়ে সকল নদীর প্রবাহ এবং নির্মিত বাঁধসমূহের প্রতিক্রিয়া নিয়ে পর্যালোচনা ও তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

নজরুল ইসলাম খান বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে বিজয়দের প্রতি আমরা অভিনন্দন জানিয়েছি। এই স্বতঃস্ফূর্ত সাহসী আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। এই বৈঠকে বিএনপির এবং ১২ দলীয় জোটের সকল দল বন্যায় সহায়তার যথাসাধ্য তৎপর চালাচ্ছে, এই তৎপরতার আরো বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে বন্যার্তদের সহায়তার আত্ম নিয়োগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।
১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, কিছুদিন আগে যে স্বৈরাচারী সরকারের পতনের পর দেশে একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে, অতীতে এধরনের পরিস্থিতি সৃষ্টি হয় নাই। তাদের রেখে যাওয়া বিভিন্ন সমস্যা মোকাবিলা করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আমরা যারা তার সহযোগী হিমশিম খাচ্ছি, ঠিক সেই সময় একটা প্রাকৃতিক দুর্যোগ, স্মরণকালের ভয়াবহ বন্যা আমাদের আক্রমণ করেছে। তেমনি একটি পরিস্থিতি এই বৈঠকে সমস্ত বিষয়টি নিয়ে আমরা আলাপ-আলোচনা করেছি। এই মুহূর্তে দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি হিসেবে করণীয় সম্পর্কে কতিপয় সিদ্ধান্ত গ্রহণ করেছি।

বৈঠকে ১২ দলীয় জোটের পক্ষে জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের এডভোকেট শাহ মোহাম্মদ বাদল, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল রাকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, পিএনপির চেয়ারম্যান ফিরোজ মো. লিটন, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি মাস্টার এম এ মান্নান উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com