বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলের আনারস যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে তদবীরে পার পেয়ে যাবার অভিযোগ ধরা ছোঁয়ার বাহিরে লাখাইর যুবলীগ নেতা নোমান বিদ্যুৎস্পৃষ্টে গরু মৃত্যুর ঘটনায় কৃষককে ১ লাখ টাকা সহায়তা দিল পল্লী বিদ্যুৎ পৃথক অভিযানে ১২ লাখ টাকার চোরাইপণ্যসহ ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি লাখাইয়ে পৃথক অভিযানে খুনের মামলার আসামী সহ গ্রেফতার ৩ মাচায় গ্রীষ্মকালীন নানা রঙের তরমুজ চাষে কৃষক আবারও বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪ জনকে পুশইন করল বিএসএফ হবিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন বাহুবলের মহাশয় বাজারে দুঃসাহসিক চুরি ॥ প্রশাসনের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের চেয়ারম্যান রানাকে সিলেটে ‘গণপিটুনি’ পুলিশে দিল জনতা
জনবল সংকটে ধুকছে হবিগঞ্জের ৫২টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র

জনবল সংকটে ধুকছে হবিগঞ্জের ৫২টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র

স্টাফ রিপোর্টার ॥ দেশের জেলা ও উপজেলা শহরগুলোতে সরকারি হাসপাতালের পাশাপাশি বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে, যেখানে আধুনিক চিকিৎসা সুবিধা ও বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করছেন। গর্ভবতী মা ও শিশুদের জন্য এসব সেবা সুবিধাজনক হলেও, এর ব্যয় অত্যন্ত বেশি হওয়ায় নিম্ন আয়ের পরিবারগুলোর পক্ষে তা গ্রহণ করা কঠিন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষরা এই সুবিধা থেকে অনেকটাই বঞ্চিত হন।
তবে প্রত্যন্ত অঞ্চলের মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র চালু করেছে। এসব কেন্দ্রগুলোতে বিনামূল্যে মা ও শিশুদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা, টিকাদান, পরিবার পরিকল্পনা, ওষুধ সরবরাহসহ নানা ধরনের সেবা দেওয়া হয়। কিন্তু জনবল সংকটের কারণে এই গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত হচ্ছে।
এই যেমন, মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এই কেন্দ্রটি সীমান্তবর্তী প্রায় ৪০ হাজার মানুষের জন্য একমাত্র ভরসার স্থান। কিন্তু এখানে চিকিৎসা সেবা দিচ্ছেন মাত্র একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা।
কেন্দ্রটির পরিবার কল্যাণ পরিদর্শিকা রোকসানা আক্তার বলেন, ‘প্রতিদিন আমার এখানে প্রচুর সংখ্যক রোগী আসে। কিন্তু আমি একা তাদের সেবা দিতে পারি না। ডেলিভারির রোগী যেদিন আসে সেদিন আর কোন রোগীর সাথে কথা বলারও সুযোগ হয় না। এছাড়া ডেলিভারি কাজেওতো আমাকে সহযোগিতা করার জন্য একজন দরকার। সেটাও নেই।’
হবিগঞ্জ জেলায় মোট ৫২টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। এসব স্বাস্থ্য কেন্দ্রে স্বাভাবিক প্রসবে অবদান রাখছে। যেখানে প্রাইভেট হাসপাতালে গর্ভবতী মায়েদের সিজারে উদ্বুদ্ধ করা হয়, সেখানে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে শতভাগ স্বাভাবিক প্রসব হচ্ছে।
২০২২ সালে হবিগঞ্জ জেলার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ৮ হাজার ৭৩৭টি স্বাভাবিক প্রসব হয়েছে। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৮ হাজার ৮১৬ এবং ২০২৪ সালের জুন মাস পর্যন্ত হয়েছে ২ হাজার ১৬১টি স্বাভাবিক প্রসব।
এসব কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, জনবল সংকট না থাকলে এর পরিমাণ দ্বিগুণের বেশি হতো।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের তথ্য বলছে, সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি কেন্দ্রে ৬টি পদে অন্তত ১০ জন জনবল থাকার কথা। কিন্তু বাস্তব চিত্রটি ভিন্ন। অধিকাংশ কেন্দ্র মাত্র ১ থেকে ২ জন কর্মী দিয়ে পরিচালিত হচ্ছে।
জেলায় মোট উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের ৫২টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১০ জন, ফার্মাসিস্ট ১৩ জনের স্থলে ৩ জন, পরিবার কল্যাণ পরিদর্শিকার ১০১টি পদের বিপরীতে আছেন মাত্র ৬০ জন, পরিবার পরিকল্পনা পরিদর্শীকা ৭৮ জনের মধ্যে ৭৩ জন, এমএলএস/নিরাপত্তা প্রহরী ৫২ জনের স্থলে ১৮ জন, আয়া ৮১ জনের বিপরীতে ৫৪ জন। এর মধ্যে কেউ কেউ একটি কেন্দ্রে পদায়ন থাকলেও দ্বায়িত্ব পালন করছে উপজেলা কিংবা জেলা পর্যায়ে। কেউ আছেন ছুটিতে। ফলে জনবল সংকটের কারণে প্রত্যন্ত অঞ্চলের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
চৌমুহনী ইউনিয়নের বাসিন্দা আলী হোসেন বলেন, ‘আমরা এখানে বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছি। তবে জনবল সংকটের কারণে সবসময় সেবা পাওয়া যায় না। এখানে কোন ডাক্তার নেই। একজন মহিলা শুধু অঅছেন। তিনি কি চিকিৎসা করবেন? এছাড়া অধিকাংশ সময়ই আসলে তিনি বলেন ওষুধ নাই।’
পইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা নুরজাহান বেগম বলেন, ‘আমার এই কেন্দ্রটিতে যে পরিমাণ সেবা প্রতিদিন দিতে হয়, সেই তুলনায় জনবল খুবই কম। এখানে অন্তত ২ জন ভিজিটর দরকার। ২৪ ঘন্টা ডেলিভারি সেবা দেওয়া আমাদের জন্য খুবই কঠিন হয়ে যায়। কারণ একজন ডেলিভারি রোগী যখন আসে, তখন তাকে রেখে এক মিনিটের জন্য দূরে যাওয়া যায় না।’
লুকড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আসছেন মনিহার বেগম নামে এক নারী। তিনি বলেন, ‘ক্যালসিয়ামের টেবলেট চাইছি, কয় নাই। শুধু প্যারাসিটামল দিছে। আমরা গরিব মানুষ, এখানে যদি চিকিৎসা পাইতাম, তাহলে উপকার হইত। কিন্তু ওষুধ নাই, ডাক্তার নাই
জনবল সংকটের বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম বলেন, ‘কিছুদিন আগে একটা সার্কুলার দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। ফলে নতুন জনবল নিয়োগ আটকে গেছে।’
তিনি বলেন, ‘আমরা যতটুকু পারছি সীমিত জনবল দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করছি। তবে এই সংকট দ্রুত সমাধান করা না গেলে সেবার মান আরও খারাপ হতে পারে। যে কারণে মন্ত্রণালয়কে দ্রুত নিয়োগের বিষয়ে উদ্যোগ নেওয়া দরকার।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com