স্টাফ রিপোর্টার ॥ সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার পরিচালক মোহাম্মদ ফারুক আহমদ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন। গতকাল বুধবার সকাল ১০ টায় তিনি হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে এসে পৌছান। এ সময় তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ জাহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিবষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলমসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মোহাম্মদ ফারুক আহমদ হবিগঞ্জ পৌরসভার কর আদায়, জন্ম মৃত্যু নিবন্ধন, হাট-বাজারসহ নন ট্যাক্স এবং নিয়মিত নাগরিক সেবা সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি কর আদায় জোরদার করার পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিত করার ব্যাপারে তাগিদ দেন। মোহাম্মদ ফারুক আহমদ বৃষ্টি মওসুমে শহরের পানি নিস্কশনের জন্য শহরের আউটলেট ও পৌর এলাকার বাইরের খাল সমূহ উন্মুক্ত করার ব্যাপারে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন। এ ব্যাপারে হবিগঞ্জ পৌরসভাকে জেলা প্রশাসন ও জেলা পরিষদ সহযোগিতা করবে বলে তিনি আশ^াস প্রদান করেন। এ ছাড়াও তিনি প্রতিটি শাখার কার্যক্রম সম্পর্কে অবহিত হন। হবিগঞ্জ পৌরসভার সার্বিক কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি পরিদর্শন বই স্বাক্ষর করেন। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ জাহিদুর রহমান পৌরসভার চলমান কার্যক্রম সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন।
Leave a Reply