বুধবার, ২১ মে ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

সীল স্বাক্ষর জাল করে পুলিশ ক্লিয়ারেন্স চক্রের ৪ সদস্য গ্রেফতার

সীল স্বাক্ষর জাল করে পুলিশ ক্লিয়ারেন্স চক্রের ৪ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ পুলিশ সুপার, ওসি সবই সাজতেন তারা নিজেরা। ভুলভাল সীল বানিয়ে ভুয়া স্বাক্ষর দিয়েই তৈরি করতেন পুলিশ ক্লিয়ারেন্স। বিশাল সিন্ডিকেট গড়ে তুলে দেশব্যাপী করে চলেছিলেন প্রতারণা। এমনকি পাসপোর্ট, বিভিন্ন দেশের ভিসা, এনআইডি সবই তারা নিজেরা বানাতেন। তাদের প্রতারণার শিকার হয়েছেন অসংখ্য মানুষ। অবশেষে পুলিশ সুপার এবং বানিয়াচংয়ের ওসি’র ভুয়া স্বাক্ষর করা একটি পুলিশ ক্লিয়ারেন্স আসে পুলিশের হাতে। আর সে থেকেই অনুসন্ধানে নামে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। টানা কয়েকদিনের অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এসব তথ্য। ঢাকা ও গাজীপুর থেকে একে একে গ্রেফতার করা হয় চক্রের ৪ সদস্যকে। তাদের কাছ থেকে সিলসহ ভুয়া কাগজপত্র জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সেলিম আহমেদ, খালিদুর রহমান, রুকুনুর রহমান ও সুমন মিয়া। তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন, ১টি হার্ডডিস্ক, ৫টি পাসপোর্ট, অসংখ্য ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স উদ্ধার করা হয়। গতকাল শনিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিকাল ৫টায় নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান। তিনি বলেন, গ্রেফতারকৃতরা দেশব্যাপী ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সনদ, মামলার সিডিআর সংগ্রহ, মোবাইল ফোনের সিম লোকেশনসহ বিভিন্ন অপরাধ করে আসছিল। এমনকি তারা পাসপোর্ট, বিভিন্ন দেশের ভিসা পর্যন্ত জালিয়াতি করতো। দেশের বিভিন্ন স্থানে তারা এ ধরনের প্রতারণা করে আসছে। বিষয়টি তদন্ত চলছে। আরও কেউ এ চক্রের সাথে জড়িত কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। সংবাদ সম্মেলনে হবিগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com