বুধবার, ২১ মে ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে ভারতীয় গরু অনুপ্রবেশ নিয়ে শঙ্কায় খামারিরা মাধবপুরে দুনীর্তি প্রতিরোধ কমিটির বির্তক প্রতিযোগিতা বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই মাধবপুরে ভাবি ভাতিজিসহ তিনজনকে হত্যার দায়ে তাহেরের মৃত্যুদন্ড বাংলাদেশেও বন্যা ঘটতে পারে বিশেষজ্ঞদের শঙ্কা উজানে বন্যার প্রতিধ্বনি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজনে দুদকের গণশুনানি শায়েস্তাগঞ্জে ১১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি গিলাফ চড়ানোর মাধ্যমে হযরত শাহজালাল (রহঃ)-এর ওরস শুরু ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামি স্বামী-স্ত্রী হবিগঞ্জে গ্রেপ্তার নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা দু’জনের কারাদণ্ড
চুনারুঘাটে সালিশে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত

চুনারুঘাটে সালিশে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পূর্বের মারামারি ঘটনা ও মামলা বিচার সালিশে মিমাংসা করার লক্ষে প্রতিপক্ষের হামলা গ্রামের প্রবীন মুরুব্বি, সাবেক সেনাবাহিনীর সদস্য, ব্যবসায়ীসহ ৬ জনকে কুপিয়ে রক্ষাক্ত জখম করেছে। গতকাল রবিবার দুপুর দেড়টায় উপজেলার মিরাশী ইউনিয়নের আইতন গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আইতন গ্রামের জসিম উদ্দিন ও তার বড় ভাই জালাল উদ্দিনের সাথে পূর্বের মারামারি, মামলা এবং জমি বিরোধে ঘটনা মিমাংসা করতে সালিশে বৈঠকে বসেন উপজেলার বিশিষ্ট মুরুব্বিগন। উক্ত বিষয় টি দীর্ঘগন সময় নিয়ে বিচার করে সমাধান করে রায় দেন। বিচারের রায়ের পরে মুরুব্বিরা জমিজমা মাপার কাজ শুরু করার এক পর্যায়ে জালাল ও তার ছেলে রাজিব মিয়া, রাকিব মিয়া গংরা বিচারে সালিশে উপস্থিত থাকা মুরুব্বি ও প্রতিপক্ষের লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। রাজিব ও বারিক দেশীয় অস্ত্র দিয়ে প্রথমে জসিম উদ্দিন (৪০) ও সজল মিয়া (৩৫) কে কুপিয়ে মারাত্মক রক্ষাক্ত জখম। তার শরীরের বিভিন্ন অংশে দেশীয় অস্ত্র কুপাতে থাকে। তাঁদের বাচারে এগিয়ো আসেন সেনাবাহিনীর অবঃ প্রাপ্ত সদস্য আসাদুজ্জামান (৫০) ও আব্দুল হামিদ মেম্বার (৬০), বিচার শালিসের সভাপতি মুরুব্বি ছুরুত আলী সরদারকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের আহত অবস্থায় উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসেন। এসময় আহতদের মধ্যে জমিস উদ্দিন ও সজল কে আশঙ্কাজনক অবস্থায় কর্তৃব্যরত ডাক্তার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকি আহতদের চুনারুঘাট ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। উল্লেখ্য, উক্ত বিচার শালিস উপস্থিত ছিলেন-সাবেক উপজেলা চেয়রাম্যান লুৎফর রহমান মহালদার, সাবেক চেয়রাম্যান আইয়ূব আলী, বিশিষ্ট মুরুব্বি ছুরক আলী সরদার, মনাফ মেম্বার, করিম সরকার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com