নিজস্ব প্রতিনিধি ॥ ঈদের জামাত আয়োজন নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের মামলার পলাতক আসামি সুন্দর আলীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল রবিবার দুপুর ১টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথা জানানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল শনিবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের দশকাহনিয়া এলাকায় অভিযান চালিয়ে সুন্দর আলীকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া সুন্দর আলী (৫৫) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিণপাড়ার বাসিন্দা। গত ২৯ মার্চ হবিগঞ্জের নবীগঞ্জ থানায় দায়ের হওয়া হত্যা মামলার তিনি ৩ নম্বর আসামি। র্যাব জানায়- গ্রেফতারের পর সুন্দর আলীকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে র্যাব-৯ এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
Leave a Reply