লাখাই সংবাদদাত ॥ লাখাই থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা সহ ৩ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। থানা সুত্রে জানা যায় রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাতে পুলিশের উপপরিদর্শক প্রনয় কুমার সরকার ও সহ উপপরিদর্শক আনোয়ারুল হক সঙ্গীয় পুলিশ ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে মোড়াকরি গ্রামে অভিযান চালিয়ে ছায়েদ মিয়ার ছেলে শরীফ আহমেদ (৩৮) মৃত মনা মিয়ার ছেলে জহুরুল ইসলাম (২০) কে ৩০ পিস ইয়াবা সহ তাদেরকে গ্রেফতার করা হয়। অপর এক অভিযানে একই রাতে পুলিশের উপপরিদর্শক নুরুল ইসলাম মোল্লা সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ভাদিকারা গ্রামে অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামী মৃত খেলু মিয়ার ছেলে আবু কালাম ওরপে আবুল কালাম (৪৮) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply