সোমবার, ১৯ মে ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

‘লাভ অ্যান্ড গান্স মাফিয়া টেলস’-এ বাংলাদেশি সংগীতশিল্পী লিটন শেখ

‘লাভ অ্যান্ড গান্স মাফিয়া টেলস’-এ বাংলাদেশি সংগীতশিল্পী লিটন শেখ

বাংলাদেশি সংগীতশিল্পী লিটন শেখ অস্ট্রেলিয়ান ক্রাইম থ্রিলার লাভ অ্যান্ড গান্স মাফিয়া টেলস-এ অনবদ্য অভিনয় করেছেন। ২০২৪ সালের ২২ মার্চ মুক্তিপ্রাপ্ত এ চলচ্চিত্রটি পরিচালনা ও প্রযোজনা করেছেন ডার্কো জেরিক। মুক্তির পর ছবিটি কুলভার সিটি ফিল্ম ফেস্টিভ্যাল, মারিনা ডেল রে ফিল্ম ফেস্টিভ্যাল এবং এল.এ. নিও নোয়ার নভেল, ফিল্ম অ্যান্ড স্ক্রিপ্ট ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে। পাশাপাশি ইন্ডি এক্স ফিল্ম ফেস্ট, মন্ট্রিয়াল ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল এবং মাইকপ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি মনোনয়ন লাভ করেছে। চলচ্চিত্রটিতে লিটন শেখ ‘শ্যাডি’ চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তার দক্ষতা ও অভিনয়গুণ প্রশংসিত হয়েছে। সংগীত ও অভিনয়ে সমানভাবে পারদর্শী লিটন শেখ চরিত্রটির জটিলতা ও গভীরতা তুলে ধরেছেন। লাভ অ্যান্ড গান্স মাফিয়া টেলস সিনেমাটি প্রাক্তন খুনী জো-র (অভিনয়ে স্টিভেন হোয়াইটসাইড) জীবনের গল্প অনুসরণ করে, যেখানে অপরাধ, আনুগত্য এবং মুক্তির মতো বিষয়গুলো চিত্রিত হয়েছে। ছবিতে আরও অভিনয় করেছেন মারিনা মার্টিনি, ক্যারি ম্যাকমাহন ও রন আর্থারস। ছবির সার্বিক সফলতার পাশাপাশি লিটন শেখের পারফরম্যান্স বিশেষ ভাবে আলোকিত হয়েছে, যা তাকে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আরও দৃঢ় অবস্থানে নিয়ে যাচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com