চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের মালিকাধীন গ্রীনল্যান্ড পার্কের সালামি টিলা থেকে এক বৃদ্ধেকের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও খোয়াই নদীতে ভেসে আসা অপর এক সনাতন ধর্মাবলম্বী মহিলার লাশ উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিস ও চুনারুঘাট থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
এদিকে উপজেলার রানীগাও ইউনিয়নে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের মালিকাধীন গ্রীনল্যান্ড পার্কের ভিতর সালামি টিলায় আব্দুল মতিন (৬০) নামে এক বৃদ্ধ কাঠাঁল গাছে রশি দিয়ে আত্মহত্যা করে। তিনি দক্ষিণ রানীগাও গ্রামের মৃত আব্দুর নূরের ছেলে। স্থানীয়রা তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। পারিবারিক সূত্র জানায়, তিনি পারিবারিক কলহের জের ধরে বুধবার রাত কোন এক সময় সালামি টিলায় গিয়ে আত্মহত্যা করেন।
উপজেলার মিরাশী ইউনিয়নের পারাজার এলাকায় খোয়াই নদীতে ভেসে আসা একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিস ও চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে। লাশটি মহিলার এবং নিহতের হাতে একটি সাকা রয়েছে। এতে ধারণা করা হচ্ছে এটি সনাতন ধর্মাবলম্বী কোন মহিলার। এবং তা বন্যার সময় ত্রিপুরা থেকে খোয়াই নদীতে বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় সত্যতা নিশ্চিত করে জানান, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। একটি নদীতে ভেসে আসা এবং সনাতর ধর্মাবলম্বী মহিলার লাশ। অপরটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।
Leave a Reply