বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা সদরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন খানম ও তিন সহকারী শিক্ষকের অপসারণ দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে শিক্ষকদের পক্ষ নিয়ে অন্য এক দল শিক্ষার্থী পাল্টা কর্মসূচি পালন করে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন খানম এবং একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক নানু মিয়া, শিরিন আক্তার ও কিরণ মিয়ার অপসারণের দাবিতে গতকাল সকাল ১০টার দিকে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিদ্যালয়ের আশপাশে সমবেত হতে শুরু করে শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতে চাইলে প্রধান ফটক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকলে এক পর্যায়ে বিদ্যালয়ের ফটক খুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা পরে মিছিল নিয়ে ভেতরে ঢুকে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে আরেক দল শিক্ষার্থী ওই চার শিক্ষকের পক্ষ নিয়ে পাল্টা স্লোগান দিতে থাকে।
বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা শেষে কোনো সমাধান না হওয়ায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়ে সমাধান খোঁজার সিদ্ধান্ত হয়। পরে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে কয়েক শিক্ষার্থী, বিদ্যালয়ের শিক্ষক কমিটির সদস্য, সাংবাদিকসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে রুদ্ধদ্বার বৈঠকে বসেন। সেখানেও কোনো সমাধানে পৌঁছতে পারেননি তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাহবুবুর রহমান বলেন, কাউকে অপসারণ করতে হলে আইনের দিকও দেখতে হবে। হঠাৎ কোনো অভিযোগ উঠলে কাউকে অপসারণ করা যায় না। বিদ্যালয় ম্যানেজিং কমিটি ওই শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগের বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। এ ছাড়া ওই শিক্ষকরা এখন বিদ্যালয়ে ক্লাস নিতে পারবেন কিনা, সেটার বিষয়ে শিগগির জানিয়ে দেওয়া হবে।
Leave a Reply