স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা বাজারে প্রতিপক্ষের হামলায় ওয়াহিদ মিয়া (৪০) নামের এক ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে পশ্চিমভাগ গ্রামের রজব আলীর পুত্র। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, ওই গ্রামের মৃত মারাজ মিয়ার পুত্র যুবলীগ কর্মী মামুন মিয়ার সাথে বিরোধ চলে আসছে ওয়াহিদ মিয়ার। এ নিয়ে আগামীকাল বৃহস্পতিবার বিচারের একটি তারিখ ধার্য্য ছিল। গতকাল ওই সময় ওয়াহেদ মিয়া শিবপাশা বাজারে মুরুব্বীদের কাছে যায়। এক পর্যায়ে মামুন মিয়া ও তার ভাই সোহেদ মিয়াসহ ৩/৪জন লোক ওয়াহিদ মিয়ার উপর হামলা চালায়। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থা উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।
Leave a Reply