স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক কমিটির সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- মহান আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ফেরাউনের লাশ অক্ষত রেখে আল্লাহ আমাদের সামনে দৃষ্টান্ত রেখে দিয়েছেন, আমরা যেন কেউ ফেরাউনের পথ অনুসরণ না করি।
তিনি গতকাল শনিবার বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫৪টি পরিবারের মধ্যে নগদ ১ হাজার টাকা করে বিতরণকালে এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।
জি কে গউছ বলেন- এমন কোনো অপকর্ম নেই যা আওয়ামীলীগ করেনি। আওয়ামীলীগ অনেক অন্যায় করেছে, জুলুম করেছে, জনগণের সম্পদ চুরি করেছে, গুম করেছে, খুন করেছে, টেন্ডারবাজি, দখলবাজি করেছে। আওয়ামীলীগ নেতারা রাষ্ট্রের টাকা চুরি করে শত শত কোটি টাকার মালিক হয়েছেন। বাড়ি গাড়ির মালিক হয়েছেন। আজকে তাদের বাড়ি পরিত্যক্ত। তারা জনগণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। তিনি বলেন- আওয়ামীলীগের পরিণতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদেরকে ভালো কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো দুস্কৃতিকারী সুযোগ সন্ধানী দুষ্ট লোকের সাথে বিএনপির সর্ম্পক নেই। শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহেরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিত ুপ্রমুখ ।
Leave a Reply