ভয়াবহ বন্যার কবেলে ভেসে গেছে মরক্কোর দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকা। এতে এখন পর্যন্ত ৪ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া আরও ১৪ জন নিখোঁজ হয়েছেন। বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জিওনিউজ। এতে বলা হয়, ক্রমবর্ধমান জলবায়ুর পরিবর্তনে ভয়াবহ বন্যার পানিতে প্লাবিত হয়েছে মরোক্কর দক্ষিণাঞ্চল। গত শুক্রবার থেকে ভারী বর্ষণে এই বন্যার সৃষ্টি হয়েছে। এতে দেশটির দক্ষিণাঞ্চলের তাতা প্রদেশের ৭৪০ কিলোমিটার দক্ষিণে রাবাত অঞ্চল ভেসে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে বন্যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে পড়েছে অঞ্চলটি। এতে সেখানে আরও প্রাণহানীর আশঙ্কা রয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের। বন্যায় এ পর্যন্ত কমপক্ষে ৮টি বসতবাড়ী পুরোপুরি ভেসে গেছে।
Leave a Reply