সোমবার, ১৯ মে ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

বাহুবলে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম

বাহুবলে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম

বাহুবল প্রতিনিধি ॥ জেলার বাহুবল উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে তপন সূত্রধর (৩০) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ লোকজন। গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার স্নানঘাট ইউনিয়নের গাঙধার গ্রামে এ ঘটনা ঘটে। আহত তপন গাঙধার গ্রামের মনোরঞ্জন সূত্রধরের ছেলে। স্থানীয়রা জানায়, একই গ্রামের মৃত লীলমনি মনি সূত্রধরের ছেলে দীপক সূত্রধরদের সঙ্গে আহত তপনদের বাড়ির পেছনের রাস্তা নিয়ে বিরোধ ছিল। রোববার সকালে দীপক ও তার লোকজন রাস্তায় বেড়া দিতে যায়। পরে তপন বেড়া দিতে তাদের বাধা দেন। কাটাকাটির একপর্যায়ে তপনকে কুপিয়ে জখম করেন প্রতিপক্ষরা। পরে এলাকাবাসী গুরুতর জখম অবস্থায় তপনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত তপনের বড় ভাই চন্দন সূত্রধর বলেন, দীপক ও তার ভাই দিলীপ, অমিত, ইন্দ্রজিৎ, দীপকের ছেলে শিমুল পঞ্চায়েতি রাস্তায় বেড়া দিচ্ছিলেন। আমরা ভাই বাঁধা দেওয়ায় তারা আমার পরিবারের সদস্যদের মারধর করেন। এর আগেও তারা আমাদের ওপর একাধিকবার হামলা করেছেন। বাহুবল মডেল থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) ওয়ালী উল্লাহ জানান, এ ঘটনার এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com