রবিবার, ১৮ মে ২০২৫, ০৬:০১ অপরাহ্ন

চুনারুঘাটের অসুস্থ সাংবাদিক হাসান আলীকে অনুদান

চুনারুঘাটের অসুস্থ সাংবাদিক হাসান আলীকে অনুদান

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি প্রবীন অসুস্থ সাংবাদিক মোঃ হাসান আলীকে আর্থিক সহযোগিতা করেছে উপজেলার নরপতি গ্রামে প্রতিষ্ঠিত সিপাহসালার সাইয়েদ নাসির উদ্দিন (রঃ) মিশন। গতকাল মঙ্গলবার বিকালে নরপতি সাহেব বাড়ীতে মিশনের সভাপতি সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান সাংবাদিক মোঃ হাসান আলীর হাতে নগদ ১০ হাজার টাকাতোলে দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কাজী সুজন, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, নির্বাহী সদস্য মোহাম্মদ সুমন ও রাজীব আহমেদ প্রমূখ। প্রসঙ্গ, সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মিশনের সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান জানান, আমরা ২০২১ সালে সিপাহসালার সাইয়েদ নাসির উদ্দিন (রঃ) মিশন প্রতিষ্ঠা করেছি। এর মাধ্যমে ১৩টি প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করেছি। ইতিমধ্যে মসজিদ নির্মাণ ও অসহায় মানুষকে আর্থিক সহযোগিতা দিয়ে পাশে দাড়িয়েছ। আমাদের ১৩টি প্রকল্পগুলো হল-প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা ও মক্তবের উন্নয়ন কাজ পরিচালিত হচ্ছে। এছাড়াও আরো ১০টি প্রকল্প হল- সাইয়েদ নাসির উদ্দিন (রঃ) জামে মসজিদ, সাইয়েদ নাসির উদ্দিন (রঃ) শিশু নিকেতন (এতিমখানা), সাইয়েদ নাসির উদ্দিন (রঃ) মিউজিয়াম (প্রস্তাবিত), সাইয়েদ কুতুবুল আউলিয়া দাখিল মাদ্রাসা, সাইয়েদ শাহগদা হাসান গবেষণা কেন্দ্র, দুধা মিয়া সাহেব শিক্ষা ট্রাস্ট, সৈয়দ জয়দুল হাসান জামে মসজিদ (প্রস্তাবিত), সৈয়দ মহিবুল হাসান স্মৃতি পরিষদ ও মানুষ মানুষের জন্য।
সিপাহসালার সাইয়েদ নাসির উদ্দিন (রঃ) মিশন যাদের মাধ্যমে পরিচালিত হয়-অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ অনেক বেশকয়েকজন গন্যমান্য ব্যক্তিবর্গ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com