স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আতাউর রহমান সেলিমকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাব-২ এর একটি দল ঢাকার মালিবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়।
হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) রেজাউল হক খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক মেয়র আতাউর রহমান সেলিমকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে হবিগঞ্জ পুলিশের নিকট হস্তান্তর করা হবে।
সেলিমের বিরুদ্ধে হবিগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনের সময় জোড়া হত্যার অভিযোগে দুটি মামলা করা হয়। সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।
Leave a Reply