স্টাফ রিপোর্টার ॥ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামীলীগ নেতাকর্মী ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় হবিগঞ্জে আরো একটি মামলা দায়ের হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের ইনাতাবাদ এলাকার তাহির মিয়া বাদী হয়ে সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহীকে প্রধান আসামী করে ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০-৬০ জনের নামে মামলা দায়ের করেন। উল্লেখ্য, গত ৪ আগস্ট আন্দোলনে আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায়ই মামলা দায়ের করা হয়। মামলাটি এফআইআর গণ্যে রুজু করে আসামীদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। বাদীর অভিযোগ অনেক আসামীই গা ঢাকা দিয়েছে, আবার কেউ কেউ প্রকাশ্যে ঘুরলেও পুলিশ রহস্যজনক কারণে তাদেরকে ধরছে না।
Leave a Reply