স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্রজনতার উপর হামলা মামলায় গ্রেপ্তারকৃত আসামি চুনারুঘাট উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রজব আলীর জামিন মঞ্জুরের তিন ঘণ্টার মধ্যে আবার জামিন স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাহেলা পারভীন আসামীর জামিন মঞ্জুরের আদেশ প্রদান করেন। এসময় বাদীপক্ষের বিএনপি পন্ত্রী আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে এজলাসে হট্টগোল সৃষ্টি করেন। উদ্ভূত পরিস্থিতিতে বিচারক এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। খবর পেয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনর রশীদ সংশ্লিষ্ট এজলাস কক্ষে এসে বিক্ষুব্ধ আইনজীবীদের সঙ্গে আলাপ করে পরিস্থিতি শান্ত করেন। প্রায় ঘন্টা খানেক আদালত মুলতবি থাকার পর পুনরায় আদালত কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে বাদীপক্ষ জেলা ও দায়রা জজ আদালতে আসামী মোঃ রজব আলীর জামিন স্থগিত চেয়ে রিভিশন আবেদন দাখিল করলে আদালতের বিচারক হাসানুল ইসলাম জামিন স্থগিত করেন।
সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, ১৬ জুলাই চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রজনতার মিছিলে হামলা মামলার ঘটনায় চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন বাদী হয়ে সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সহ ৯৮ আওয়ামীলীগ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ১২ সেপ্টেম্বর) রাত ৮টায় র্যাব-৯ এর সিপিসি ৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি ইকরামুল আহাদ এর নেতৃত্বে একটি আভিযানিক দল শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ শ্যামলী কাউন্টারের সামন থেকে তাকে গ্রেপ্তার করেন। তিনি ওই মামলার দুই নম্বর আসামী এবং দীর্ঘ ১৩দিন ধরে কারাগারে রয়েছেন। গতকাল বৃহস্পতিবার তার জামিন প্রার্থনা করেন তার আইনজীবী এডভোকেট আবু সাহিদ। তার জামিন বিরোধিতা করেন বাদীপক্ষের বিএনপিপন্থি আইনজীবী এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী ও এডভোকেট গুলজার খান একাধিক আইনজীবী। দীর্ঘ শুনানি শেষে নিম্ন আদালত জামিন মঞ্জুর করলেও আদালতে হট্টগোল সৃষ্টি হলে জেলা জজের বিচারক জামিন আদেশ স্থগিত করেন।
এসব তথ্য নিশ্চিত করে বিবাদীপক্ষের আইনজীবী এডভোকেট আবু সাহিদ জানান, আমার আসামীর আইনগত সব প্রসেসিং শেষ এর মধ্যে বাদীপক্ষ রিভিশন করেন। আমি ন্যায় বিচার প্রার্থনা করছি,আশা করি আদালত বিবেচনা করবেন।
Leave a Reply