স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পেয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় ওই বাজারের শাপলা ইলেকট্রনিক্সের সামনে গ্যাসের মেইন লাইন লিকেজ হয়ে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এ সময় দুর্ঘটনা এড়াতে শায়েস্তাগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়। আতঙ্কে ব্যবসায়ীরা দিকদ্বিক ছুটাছুটি করে। পরে স্থানীয় লোকজন শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। দমকল বাহিনীর লোকজন এসে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনেন। তবে অল্পের জন্য বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান মারাত্মক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেল। এ রিপোর্ট লেখা পর্যন্ত শায়েস্তাগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
Leave a Reply