স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে পানিতে ডুবে সাইফ (৮) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিতরে পানি সংরক্ষণের জন্য তৈরী করা পুকুরে এ ঘটনা ঘটে। সাইফ মাধবপুর গ্রামের শফিক মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, সকাল ৭টার দিকে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র সাইফ তার এক সহপাঠীকে নিয়ে খাবার আনতে মাধবপুর গরুবাজার এলাকার জনৈক ব্যক্তির বাড়ির উদ্দেশ্যে বের হয়। পরে তাদেরকে পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিতরে একটি পানি সংরক্ষণগারে (ছোট পুকুরে) ধাপাধাপি করার দৃশ্য নির্মাণাধীন একটি ৫তলা ভবন থেকে দেখতে পান সুমন নামে এক যুবক।
তার শোর চিৎকারে লোকজন উপস্থিত হয়ে দুই মাদ্রাসা ছাত্রকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তারেকুজ্জামান সাইফকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply