স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ সরকারের শাসনামলে আয়া হয়েও অবিশ্বাস্য সম্পদের মালিক হয়েছেন হবিগঞ্জ মাতৃমঙ্গলের চন্দনা রাণী সরকার। মাতৃমঙ্গলে স্বেচ্ছাচারিতা সহ নানা অনিয়মের কারণে চন্দনা রাণী সরকারকে লাখাই উপজেলার পরিবার পরিকল্পনার অফিসে সদর ক্লিনিকে বদলি করা হয়েছে। প্রায় দশ বছর যাবত জেলাব্যাপী সিজারিয়ান অপারেশন বাণিজ্যের সিন্ডিকেট গড়ে তুলে ছিলেন চন্দনা রানী সরকার। মাতৃমঙ্গলে কোন রোগী আসামাত্রই সিজার লাগবে বলে তার নির্দিষ্ট প্রাইভেট ক্লিনিকে পাঠিয়ে দিতেন চন্দনা সরকার। বিনিময়ে প্রতিটি সিজারের রেফারেন্স বাবদ কখনো কখনো সিজার প্রতি তিন হাজার টাকা পর্যন্ত আদায় করার অভিযোগ ছিল। এ ব্যাপারে হবিগঞ্জ মাতৃমঙ্গলের ডাক্তারসহ চন্দনার ভয়ে কেউই মুখ খোলার সাহস পান নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক তারই এক সহকর্মী জানান প্রতিদিন ১০ থেকে ১৫টি পর্যন্ত সিজারের রেফারেন্স বাবদ চন্দনা রাণী সরকার প্রায় এক দিনেই অর্ধলক্ষাধিক টাকা পর্যন্ত আয় করেছেন। যা সরকারের সংশ্লিষ্ট দপ্তর পোস্ট অফিসসহ বিভিন্ন ব্যাংকে খোঁজ নিলেই চন্দনা রাণী সরকারের নামে বিপুল পরিমাণ টাকার সন্ধান পাওয়া যাবে বলে তার ওই সহকর্মীদের অভিযোগ। এদিকে ভুক্তভোগী সহ হবিগঞ্জের সচেতন নাগরিক সমাজ চন্দনার এহেন অনিয়ম ও কর্মকাণ্ডের ব্যাপারে দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন।
Leave a Reply