স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার আওয়ামী যুবলীগের শ্রম ও কর্মসংস্থান সম্পাদক শাহনেওয়াজ সানু (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃত হাজী আকবর আলীর ছেলে।
বুধবার রাতে থানার এস.আই দীন মোহাম্মদ মাধবপুর বাজারের নাসিরনগর সড়কের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান ৪ আগস্ট মাধবপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় সে এজাহার নামীয় আসামি। এ মামলায় অন্য আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply