স্টাফ রিপোর্টার ॥ ॥ হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিপন শীল হত্যা মামলায় এজাহারভূক্ত ২৮নং আসামী শংখশুভ্র রায়কে আটক করেছে র্যাব-৯। গতকাল বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে তাকে আটক করে। তিনি শহরের কালিবাড়ী ক্রসরোড এলাকার বাসিন্দা।
গত ৪ আগস্ট হবিগঞ্জ শহরে ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ, পুলিশ ও ছাত্র-জনতার সংঘর্ষে গুলিতে নিহত হয় রিপন শীল। রিপন শীলের মা রুবি রাণী শীল বাদী হয়ে এমপি আবু জাহিরসহ ৫৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
Leave a Reply