আব্দুল মালেক, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এসময় ক্যাপ্টেন তামিম বলেন, নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে সার্বজনিন দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সার্বক্ষণিক নিরাপত্তায় থাকবে যৌথবাহিনী। থাকবে স্টাইকিংফোর্স। আজান এবং নামাজের সময় পূজার সাউন্ড বন্ধ থাকবে। বিশেষ করে কোনো প্রকার গুজবে কান না দিতে সবার প্রতি আহবান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দাল হোসেন খান, মাওলানা মুজিবুর রহমান, মুফতি আহমদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মলয় কুমার দাস, উপজেলা ফিল্ড সুপার ভাইজার ইসহাক আলী।
Leave a Reply