মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করছে। শুক্রবার (১১ অক্টোবর) ভোররাতে মাধবপুর উপজেলার হরষপুর রেলওয়ে স্টেশন এলাকায় বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত একটি যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১শ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। এসময় যৌথ বাহিনীর উপস্থিত টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ, বিজিওএম, পিএসসি সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত গাঁজা মাধবপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রকৃয়াধীন আছে।
Leave a Reply