শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বিচলিত না হয়ে কিভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল রোববার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গণে মহড়া প্রদর্শিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন ককর্মকর্তা মোঃ সাদ বিন জাহাঙ্গীর, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস শহীদ, শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা আইসিটি অফিসার মোঃ কাউসার আহমেদ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ।
Leave a Reply