বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে কবরস্থানে ছাগল, গরু ও মহিষ চড়ানোকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে তাজুল ইসলাম(৪০) নিহতের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার ১৩ অক্টোবর মামলাটি দায়ের করেন নিহত তাজুল ইসলামের ছোট ভাই সাইদুল ইসলাম। উল্লেখ্য যে,গত বুধবার ৯ অক্টোবর সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার দক্ষিণ দৌলতপুর গ্রামে কবরস্থানে গরু, ছাগল ও মহিষ চড়ানোকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্র্ষ হয়। এমতাবস্থায় প্রতিবেশী লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply