শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলের আনারস যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে তদবীরে পার পেয়ে যাবার অভিযোগ ধরা ছোঁয়ার বাহিরে লাখাইর যুবলীগ নেতা নোমান বিদ্যুৎস্পৃষ্টে গরু মৃত্যুর ঘটনায় কৃষককে ১ লাখ টাকা সহায়তা দিল পল্লী বিদ্যুৎ পৃথক অভিযানে ১২ লাখ টাকার চোরাইপণ্যসহ ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি লাখাইয়ে পৃথক অভিযানে খুনের মামলার আসামী সহ গ্রেফতার ৩ মাচায় গ্রীষ্মকালীন নানা রঙের তরমুজ চাষে কৃষক আবারও বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪ জনকে পুশইন করল বিএসএফ হবিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন বাহুবলের মহাশয় বাজারে দুঃসাহসিক চুরি ॥ প্রশাসনের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের চেয়ারম্যান রানাকে সিলেটে ‘গণপিটুনি’ পুলিশে দিল জনতা
চুনারুঘাটে প্রতিপক্ষের বিরুদ্ধে জোরপূর্বক গাছ ও বাঁশ কেটে নেওয়ার অভিযোগে মামলা

চুনারুঘাটে প্রতিপক্ষের বিরুদ্ধে জোরপূর্বক গাছ ও বাঁশ কেটে নেওয়ার অভিযোগে মামলা

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের পাকুড়িয়া  এলাকায় প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ হাজার টাকা মূল্যের  একটি মেহগনি গাছ, ২০ হাজার টাকা মূল্যের  ৪টি গামাইর গাছ, ১৫ হাজার টাকা মূল্যের ৩টি আমগাছ,  ১৫০টি শিল বউরা ও নল বউরা ১৫০টি বাঁশ ৪৫ হাজার টাকা মূল্যের  সহ  এক লাখ ২০ হাজার টাকার গাছ বাঁশ জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।  এ ঘটনায় গাছের মালিক মোমতাজ উল্ল্যাহ  বাদি হয়ে মো: আব্দুল মজিদকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখ করে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা  দায়ের করেছেন। মামলাটি বিচারক আমলে নিয়ে হবিগঞ্জের ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন। মামলার আসামীরা হলেন: একই এলাকার  মোঃ আব্দুল মজিদ (৫৮), ও তার ছেলে  মোঃ মামুন মিয়া (৩৫),  মোঃ সোহেল মিয়া (৩৩), মোঃ নুর ইসলাম (৩০), মোঃ জহিরুল ইসলাম (২৮),   মোঃ রাজু মিয়া (১৯) সহ ৩/৪জন অজ্ঞাত। এরআগে ২৫ আগস্ট ও ৩১ জুলাই   সকালে ওই এলাকার প্রভাবশালী মো. মজিদ মিয়া সহ তার সহযোগীরা  গাছগুলো জোরপূর্বক  কেটে নিয়েছে বলে অভিযোগ উঠে। জানা যায়, উপজেলার মিরাশি  ইউনিয়নের পাকুড়িয়া  এলাকায় অভিযোগের বাদি গাভীগাঁও মৌজার জেএল নং ৭০ – আর,এস খতিয়ান নং-৫০৯ ও ১০২১,এসএ দাগ ৪৮৭৫,৪৮৭৬, ৪৮৭৭, আর এস দাগ ৫৫২৯, ৫৫৩০ ও ৫৫৩১ ইহাতে ৩৫ শতক চারা ও পুকুর পাড় রকম ভূমি ১৯৮৯ইং সনের ৩৭৪৭ নং রেজিষ্ট্রারী কবলা দলিল মূলে মোনতাজ উল্ল্যাহ ও তার  ভাই মৃত ইন্তাজ উল্লা ক্রয় সূত্রে  মালিক হয়ে ভোগ দখল করে আসছেন।
জমি ক্রয়ের প্রায় ৪/৫ বছর ধরে মোমতাজ উল্ল্যার  সাথে ওই এলাকার প্রভাবশালী মজিদ মিয়ার  বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে গত ৩১ জুলাই  সকালে তাদের জমিতে থাকা  মেহগনি গাছ ও ২৫  আগস্ট শিল বউরা ও নল বউরা ৩০০টি বাঁশ জোরপূর্বক কেটে বিক্রি করে দেয়। মোমতাজ উল্ল্যাহ জানান, ১৯৮৯ইং সনের ৩৭৪৭নং রেজিষ্ট্রারী কবলা দলিল মূলে আমি ও  আমার ভাই মৃত ইন্তাজ উল্লা ক্রয় সূত্রে মালিক  হই এবং আমাদের নামে মাঠ পর্চা ও প্রিন্ট রেকর্ড হয়। তখনকার সময় থেকে আমরা উক্ত ভূমিতে দখলকার থেকে বিভিন্ন জাতের গাছ গাছালি লাগাইয়া উপস্বত্ব ভোগ ব্যবহার করিয়া আসিতেছি। মজিদ মিয়া  ধনবলে ও জনবলে বলিয়ান হওয়ায় গায়ের জোরে যাহা ইচ্ছা তাহা করছে । অপরদিকে তার  পুত্র সন্তান বেশি থাকায় জোর জুলুম করিয়া আমাদের জমি-জমা দখলের অপচেষ্টায় লিপ্ত রহিয়াছে। তারা আমাদের জমি ও গাছ পালার ফসল ইত্যাদি নষ্ট করছে। জমি ও পুকুরের পাড় হতে গর্ত করে মাটি ও পুকুরের মাছ নিয়া যায়। চুনারুঘাট থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কবির হোসেন  বলেন, শুনেছি  গাছ কাটার বিষয়ে কোর্টে মামলা হয়েছে এবং এবিষয়টি তদন্ত করছে ডিবি পুলিশ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com