চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার বড়াইল গ্রামের বাসিন্দা সাবেক কাউন্সিলর ও সাবেক মেম্বার ফারুক উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বুধবার (১৬ অক্টোবর) রাত ১১ টার দিকে বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় সিলেট রাকিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাদ জোহর জানাজা চুনারুঘাট সদর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে বড়াইল গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজ, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন আলী রাজনসহ হাজারোও মুসল্লি।
Leave a Reply