মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে এলজিইডি অফিসের কম্পিউটার চুরি॥ রহস্যের সৃষ্টি

হবিগঞ্জে এলজিইডি অফিসের কম্পিউটার চুরি॥ রহস্যের সৃষ্টি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশলীর কার্যালয় থেকে একটি কম্পিউটার চুরির  ঘটনা ঘটেছে। কম্পিউটারের খোঁজ পেতে নোটিশ বোর্ডে টাঙ্গানো হয়েছে বিজ্ঞপ্তি। কেউ বলছেন একটি সরকারি দপ্তর থেকে একটি ইলেকট্রনিক ডিভাইস কিভাবে হারাতে পারে। তা অনেকেরই বোধগম্য নয়। কেউ  চুরি করে নিয়েগেছে। তাহলে আইনগত ব্যবস্থা গ্রহন না করে এ ধরনের বিজ্ঞপ্তি দেওয়ার মানে কি। এ প্রশ্ন অনেকেরই । সরেজমিন গিয়ে দেখা যায়, হবিগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশলীর কার্যালয়ের দ্বিতীয় তলার নোটিশ বোর্ডে টাঙ্গানো হয়েছে একটি বিজ্ঞপ্তি। যেখানে লিখা আছে, এতদ্বারা অত্র দপ্তরে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীগণ কে জানানো যাচ্ছে যে, ২০২৩-২০২৪ অর্থবছরে রেজিলেন্ট ইনফাস্ট্রাকচার ফর এ্যাডাপটেশন এন্ড ভালনারেবিলিটি রিডাকশন (রিভার), প্রকল্প থেকে দুইটি নতুন কম্পিউটার ও কম্পিউটার সামগ্রী এ দপ্তরে প্রদান করা হয়। প্রাপ্ত কম্পিউটারের মধ্যে একটি কম্পিউটার ব্যবহৃত হলেও অন্য একটি কম্পিউটার এই দপ্তরে পাওয়া যাচ্ছে না। সরকারী কম্পিউটার রক্ষণাবেক্ষণ করা সকলের নৈতিক দায়িত্ব। সমগ্র অফিস তদারকী করেও উক্ত কম্পিউটার ও কম্পিউটার সামগ্রী পাওয়া যাচ্ছে না বিধায় অত্র অফিসের সকলকে অবহিত করা হলো। অত্র দপ্তরে রক্ষিত একটি কম্পিউটার (সিপিইউ, মনিটর, ইউপিএস) পাওয়া যাচ্ছে না। কেউ ভুলবসত নিয়ে থাকলে অফিসে রেখে যাওয়ার জন্য বলা হলো। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই নোটিশটিতে কোন স্মারক নম্বর, তারিখ কিংবা  কর্মকর্তা স্বাক্ষর না থাকলেও এর আশপাশে এই দপ্তরের বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষরিত একাধিক নোটিশও রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com