চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বাবার উপরে অভিমান করে এক কিশোরীর কীটনাশক পান করার ঘটনাকে কেন্দ্র করে এক রাজমিস্ত্রীকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা চলছে। জানা যায়, গত ১১ অক্টোবর অনুমান বিকাল ৩টার দিকে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী দক্ষিণপাড়া গ্রামের আরজু মিয়ার কিশোরী কন্যা তাহমিনা আক্তার (১৪) তার বাবার সাথে তুচ্ছ বিষয় নিয়ে অভিমান করে কীটনাশক সেবন করে। ঘটনার পর কিশোরীর বাবা আরজু মিয়া একই উপজেলার মৃত মোঃ হুছন আলীর ছেলে তৌফিক মিয়া (২৪) কে আসামী করে চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। রাজমিস্ত্রী তৌফিক মিয়া জানান, আমি নিরীহ হওয়ার কারণে আমার বিরুদ্ধে ওই কিশোরীর বাবা চুনারুঘাট থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। তিনি আরো জানান, ঘটনার পূর্বে দুইদিন আমি ওই কিশোরীর বাবার বাড়ীতে রাজমিস্ত্রীর কাজ করেছি। এজন্য আমাকে মিথ্যা মামলায় ফাসানোর চেষ্টা করা হচ্ছে। এদিকে বিষয়টি নিয়ে গ্রাম্য মাতবররা রাজমিস্ত্রী তৌফিক মিয়া ও তার পরিবারকে ৭০ হাজার টাকা দিয়ে ঘটনাটি রফাদফা করার চেষ্টা করছেন।
Leave a Reply