শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ জংশন এলাকায় ছাত্রদল কর্মী নুরে আলম স্বাধীনের (২৭) ওপর হামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংঠনের ৩৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। গত মঙ্গলবার (২২ অক্টোবর) শায়েস্তাগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন আহত স্বাধীনের বাবা হবিগঞ্জ সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামের মো. শাহজাহান মিয়া। মামলায় উল্লেখ্যযোগ্য আসামীদের মধ্যে রয়েছেন আনোয়ার হোসেন (৪৮), সারোয়ার আলম এ্যানি (২৬), সালাহ উদ্দিন (৩৪), এখলাছ মিয়া (২৮), নাইমুল ইসলাম রিয়াজ (২০), ইফতি মিয়া (২২), কাজী সোহাগ (২৬), সৌরভ মিয়া (২৮), এসআই সোহাগ (২৫), কমর উদ্দিন (৫০), আতিকুর রহমান অপু (৪৬), সিরাজ উদ্দিন (৪৬)। মামলার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Leave a Reply