নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (২৫) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। গতকাল রোববার (২৭ অক্টোবর) সকালে উপজেলার দিনারপুর কলেজের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আজগর আলী (৩৫)। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জাকির হোসেন চুনারুঘাট উপজেলার বাঘারুক গ্রামের আব্দুল মান্নানের ছেলে। নিহত জাকিরের পেটে স্কচটেপ দিয়ে বিপুল পরিমান গাঁজা বাঁধা ছিল। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ সড়কে পড়ে থাকা মোটরসাইকেল, লাশ এবং আহত আজগর আলীকে থানায় নিয়ে গেছে। শেরপুর হাইওয়ে থানার এসআই মামুন মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply