স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের পানি উমদা এলাকার লালটিলা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সাজেদুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক ফনী ভূষন রায়ের নেতৃত্বে গঠিত রেইডিং টিম অভিযান চালিয়ে একই এলাকার মৃত মাজত উল্লার পুত্র আনোয়ার হোসেন (৪৬) কে আটক করে।
এ বিষয়ে পরিদর্শক ফনী ভূষন রায় বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
Leave a Reply