রবিবার, ১৮ মে ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন

আমার বাচ্চা ভালো লাগে তাই চুরি করে নিয়ে এসেছি!

আমার বাচ্চা ভালো লাগে তাই চুরি করে নিয়ে এসেছি!

নিজস্ব প্রতিনিধি ॥ মাধবপুরে চুরি করা এক বাচ্চাসহ এক নারীকে আটক করেছে এলাকাবাসী। ওই নারীর নাম আকলিমা বেগম। সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) এলাকাবাসী ২-৩ বছরের একটি বাচ্চাকে ওই নারীর কোলে দেখলে এলাকাবাসীর সন্দেহ হয়। বাচ্চার হদিস বের করতে সবাই চাপ দিতে থাকে। সকলের চাপের মুখে ওই নারী ঘটনার সত্যতা প্রকাশ করে। সে জানায়, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা থেকে বাচ্চাটিকে তিনি চুরি করে নিয়ে এসেছেন। তার বাচ্চা ভালো লাগে। তার বাচ্চা নেই। এ জন্য সে চুরি করে নিয়ে এসেছে। তবে তার মধ্যে একটি অপরাধবোধ কাজ করছে। এখন তিনি বাচ্চাটিকে ফেরত দিতে চান। এদিকে সুনামগঞ্জের দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের থানায় বাচ্চা নিখোঁজের কোন ডায়েরি হয়নি। তবে আমরা এটি খোঁজখবর নিয়ে দেখছি। মাধবপুরের স্থানীয় কাশিমনগর ফাঁড়ির ইনচার্জ নূর মোহাম্মদ জানান, বিষয়টি আমরা তদন্ত করছি। এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক ঘটনা। বাচ্চাটিকে তাদের প্রকৃত বাবা-মার কাছে ফিরিয়ে দিতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কেউ বাচ্চাটিকে চিনে থাকলে অনতিবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com