স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাওলার অনিয়ম দূর্নীতির প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করা হয়েছে। অভিযোগে শিক্ষা কর্মকর্তা গোলাম মাওলার শাস্তি দাবী করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষকগণের পক্ষে মাসুম মিয়া নামের এক শিক্ষক এই অভিযোগ দিয়েছেন। সম্প্রতি জাতীয় ও স্থানীয় দৈনিক সংবাদপত্রে প্রকাশিত সংবাদের কপিও সংযুক্ত করে দেয়া হয়েছে। উল্লেখ্য, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হবিগঞ্জে যোগদানের পরই দূর্নীতির এক সিন্ডিকেট গঠন করে শিক্ষক শিক্ষিকাদের বদলী বানিজ্য সহ নানাভাবে হয়রানি করে বিপুল পরিমান ঘুষ গ্রহন করার এন্তার অভিযোগ রয়েছে। এ বিষয়ে উর্দ্ধতন মহলে অভিযোগ করেও কোন প্রতিকার হয়নি।
Leave a Reply