নিজস্ব প্রতিনিধি ॥ মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাত বনাম বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ জামাত ইসলামীসহ কয়েকটি দলের যৌথভাবে একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় ৩ দিনের জন্যে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। পাল্টাপাল্টি এসব কর্মসূচিতে দাঙ্গা ও আইনশৃঙ্খলা অবনতি ঘটার আশঙ্কায় গত বুধবার(৩০ অক্টোবর)মাধবপুরের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল স্বাক্ষরিত একটি চিঠিতে ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর ৩ দিনের জন্য পুরো উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়। এতে বলা হয়,ওই দিনের মধ্যে উপজেলায় কোন পক্ষই কোন কর্মসূচি করতে পারবে না। পাঁচজনের অধিক লোকজন একসাথে মিটিং করতে পারবে না। এ ঘটনায় পুরো উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মাঠে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সূত্র জানা যায়,মাধবপুর পৌর স্টেডিয়ামে আগামী ২ নভেম্বর সকালে মাজার ভাঙ্গা ও মিথ্যা মামলার প্রতিবাদে মহাসমাবেশের কর্মসূচি দেয় আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা ও পীর আলহাজ্ব জুবায়ের কামাল। অন্যদিকে একই দিন সকালে পার্শ্ববর্তী পাইলট স্কুল মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,শাপলা চত্বর ও পিলখানায় নিহতদের স্মরণে মাহফিল ও সমাবেশের কর্মসূচি দেয় যৌথভাবে বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ,ওলামা পরিষদ ও উলামা সংগ্রাম পরিষদসহ কয়েকটি ইসলামী দল। এতেই বিপত্তি দেখা দেয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির।
Leave a Reply