স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌর এলাকার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আলমগীর মিয়া (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার (২ নভেম্বর) রাত ১২টার এ ঘটনা ঘটে। মোঃ আলমগীর মিয়া (৩০) জয়নগর গ্রামের লালধনের ছেলে।
জানা যায়, আলমগীর মিয়া পার্শ্ববর্তী মিনুর মিয়ার বাড়িতে শনিবার রাত সাড়ে ১১টায় বিদ্যুতের কাজ করতে যান। কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে বিদ্যুৎস্পৃষ্টে তিনি আহত হন।
আহত অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার (৩ নভেম্বর) সকালে খবর পেয়ে নবীগঞ্জ থানা একদল পুলিশ ঘটনাস্থলে যায় এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে। নিহত পরিবারের সদস্য লিখিত দরখাস্ত প্রেক্ষিতে নবীগঞ্জ থানা পুলিশ লাশ ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থার অনুমতি দেন।
Leave a Reply