লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে রাতের আঁধারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল পিযুষ দাস নামে এক জেলের ৫ লাখ টাকা মূল্যের জাল। নৌকার মধ্যেই আগুন দেওয়ায় ক্ষতিগ্রস্থ হয়েছে নৌকাটিও। এমন ক্ষয়ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছেন ওই জেলে। গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর রাতে উপজেলার ১নং লাখাই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গোদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই এলাকায় পিযুষ দাসসহ আরও কয়েকজন জেলে নৌকার মধ্যে জাল রেখে মধ্যরাত পর্যন্ত মাছ ধরা শেষে তারা নৌকাটি ঘাটে রেখে অন্যত্র চলে যান। এরপুর একদল দুর্বৃত্ত নৌকার মধ্যেই জালে আগুন ধরিয়ে দেয়। এতে নৌকায় থাকা পুরো জাল পুড়ে ছাই হয়ে যায় এবং ক্ষতিগ্রস্থ হয় নৌকাটিও।
পিযুষ দাস বলেন, শত্রুতাবশত দুর্বৃত্তরা তার জালগুলো আগুনে পুড়িয়ে দিয়ে ব্যাপক ক্ষতি করেছে তার। তাই তিনি প্রশাসনের কাছে দাবি জানান তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। এ বিষয়ে লাখাই থানার (ওসি) বন্দে আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply