বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলের আনারস যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে তদবীরে পার পেয়ে যাবার অভিযোগ ধরা ছোঁয়ার বাহিরে লাখাইর যুবলীগ নেতা নোমান বিদ্যুৎস্পৃষ্টে গরু মৃত্যুর ঘটনায় কৃষককে ১ লাখ টাকা সহায়তা দিল পল্লী বিদ্যুৎ পৃথক অভিযানে ১২ লাখ টাকার চোরাইপণ্যসহ ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি লাখাইয়ে পৃথক অভিযানে খুনের মামলার আসামী সহ গ্রেফতার ৩ মাচায় গ্রীষ্মকালীন নানা রঙের তরমুজ চাষে কৃষক আবারও বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪ জনকে পুশইন করল বিএসএফ হবিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন বাহুবলের মহাশয় বাজারে দুঃসাহসিক চুরি ॥ প্রশাসনের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের চেয়ারম্যান রানাকে সিলেটে ‘গণপিটুনি’ পুলিশে দিল জনতা
তরুণদের জ্ঞান প্রজ্ঞা শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে -ভিসি ড. জহিরুল

তরুণদের জ্ঞান প্রজ্ঞা শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে -ভিসি ড. জহিরুল

স্টাফ রিপোর্টার ॥ সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস-চান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, ‘দর্শনের মূল লক্ষ্য হলো  জ্ঞান ও সত্যের অনুসন্ধান। এর মাধ্যমে ঘটনার সত্যানুন্ধান করতে ব্যাখ্যা-বিশ্লেষনপূর্বক একটি যৌক্তিক ভিত্তি প্রদান করা। দর্শন গঠনমূলক সমালোচনাকে উৎসাহিত করে। বিশ্বের সকল জ্ঞান ও ডিসিপ্লিনের মূলভিত্তি দর্শন। জীবনের সকলক্ষেত্রে যুক্তি ও নীতি-নৈতিকতাকে গুরুত্ব দিতে হবে। মানুষ সৃষ্টির সেরা জীব। আর এটি হলো তার জ্ঞান ও প্রজ্ঞায়। তরুণদের জ্ঞান ও প্রজ্ঞার উপর গুরুতে দিয়ে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় এম সাইফুর রহমান পৌর টাউন হলে জাতিসংঘের ইউনেস্কো ঘোষিত ‘বিশ্ব দর্শন দিবস-২০২৪’ উদযাপন উপলক্ষে সরকারি বৃন্দাবন কলেজের দর্শন বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক একথাগুলো বলেন। তিনি আরও বলেন, অনেক শিক্ষার্থীর শিক্ষা-জীবনের অর্জিত জ্ঞান ও দক্ষতা পরবর্তী কর্মজীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এ অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। শ্রেণিকক্ষ ও পরীক্ষার বাইরে শিক্ষার্থীদের নীতি-নৈতিকতার উপর গুরুত্ব দিতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজরা শিক্ষিত ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহ থেকে উচ্চ ডিগ্রীধারী। মূলতঃ দর্শনশাস্ত্রের জ্ঞান না থাকায় তারা নীতি নৈতিকতা থেকে বিচ্ছিন্ন। আমরা যে বিষয়ে লেখাপড়া করি না কেন আমাদেরকে দর্শনের জ্ঞান নিতে হবে। দর্শন মানেই জীবনাদর্শ। জীবনের প্রতিটি পরতে অঙ্গাঙ্গি জড়িয়ে আছে দর্শন। বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ ছগীর এর সভাপতিত্বে ও দর্শন বিভাগের প্রভাষক দীপক দাস এবং প্রভাষক কামরুন্নাহার সাদিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ‘অন্তর্ভূক্তিমূলক বাংলাদেশ গঠনে তরুণদের ভূমিকা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোঃ তোফাজ্জল আলী। মূখ্য আলোচক ছিলেন সরকারি বৃন্দাবন কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির বাংলাদেশ ইন্সটিটিউট অব ইনক্লুসিভ স্কিল ডেভেলপমেন্ট এর পরিচালক প্রফেসর ড. মো: আব্দুল মালেক। এতে আলোচনায় অংশ নেন সরকারি বৃন্দাবন কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ মাসুদুল হাসান, সাবেক অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বখত চৌধুরী, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জেসমিন চৌধুরী, সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুজ জাহের প্রমুখ। সকাল নয়টায় ‘একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যতের জন্য দর্শন’ প্রতিপাদ্যকে সামনে রেখে কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠানমালা। পরে শিক্ষক-শিক্ষার্থী, অতিথিবৃন্দ, বিএনসিসি ও রোভার স্কাউটের অংশগ্রহনে পদযাত্রাটি কলেজের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে শহরের বিভিন্ন সড়ক হয়ে এম সাইফুর রহমান পৌর টাউন হলে গিয়ে শেষ হয়। পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। পরে প্রতিথযশা শিল্পীদের অংশগ্রহনে বিকেলে শুরু হওয়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলে সন্ধ্যা পর্যন্ত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com