স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার ৪নং কাকাইলছেও ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘরদাইর মুসলিমপুর গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই এলাকার মকবুল মিয়ার স্ত্রী লুৎফুরনেহার (২০)। তবে কি কারণে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।
জানা যায়, মুকবুল মিয়া ও লুৎফুনেহার প্রায় ছয় মাস আগে বিয়ে করে সংসার করে। মুকবুল মিয়া কৃষি জমির কাজ শেষে সকাল ৬টায় বাড়িতে এসে দেখেন শুয়ার ঘরে গলায় উড়না প্যাচানো ঝুলন্ত লাশ। তার শোর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে আজমিরীগঞ্জ থানায় খবর দেয়। পরে থানার পুলিশ লাশটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।
Leave a Reply