স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রাজু মিয়া (৫০) হত্যার ঘটনায় পুলিশ সুপার রেজাউল হক খান ও অতিরিক্ত পুলিশ সুপার নিহতের বাড়ি যান এবং ঘটনাস্থল গতকাল শনিবার পরিদর্শন করেন। পুলিশ সুপার এ সময় দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন। গত বৃহস্পতিবার সকালে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম হাপটারহাওরে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, ওই গ্রামের রাজু মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের তার ভাতিজা তোতা মিয়ার ছেলে হাছন মিয়ার (৩৫) জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে রাজুর বসতভিটায় হাছন মিয়া লোকজন নিয়ে হামলা চালায়। হামলায় রাজু গুরুতর আহত হলে প্রথমে তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়।
Leave a Reply