স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌর শহরকে যানজট ও দূষণমুক্ত সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৭ নভেম্বর) দুপুরে শায়েস্তাগঞ্জ পৌরসভা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাসের সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সমাজসেবক, ব্যবসায়ী নেতা, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করে মতামত ব্যক্ত করেন। উপস্থিতিদের মতামতের প্রতি গুরুত্ব দিয়ে ইউএনও পল্লব হোম দাস বলেন, একা কেউ চলতে পারে না। সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। এ শহরকে আরও সুন্দর ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য পরিকল্পনা মাফিক এগোতে হবে। সভায় বক্তব্য রাখেন পৌরসভার সহকারি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, দাউদনগর বাজার ব্যকস সাধারণ সম্পাদক আতাউর রহমান মাসুক, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মুহিন শিপন, ব্যবসায়ী সৌমেন পাল চৌধুরী, পৌরসভার প্রধান সহকারি মোঃ আতাউর রহমান, কার্যসহকারি মোঃ নূরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply