বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলের আনারস যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে তদবীরে পার পেয়ে যাবার অভিযোগ ধরা ছোঁয়ার বাহিরে লাখাইর যুবলীগ নেতা নোমান বিদ্যুৎস্পৃষ্টে গরু মৃত্যুর ঘটনায় কৃষককে ১ লাখ টাকা সহায়তা দিল পল্লী বিদ্যুৎ পৃথক অভিযানে ১২ লাখ টাকার চোরাইপণ্যসহ ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি লাখাইয়ে পৃথক অভিযানে খুনের মামলার আসামী সহ গ্রেফতার ৩ মাচায় গ্রীষ্মকালীন নানা রঙের তরমুজ চাষে কৃষক আবারও বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪ জনকে পুশইন করল বিএসএফ হবিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন বাহুবলের মহাশয় বাজারে দুঃসাহসিক চুরি ॥ প্রশাসনের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের চেয়ারম্যান রানাকে সিলেটে ‘গণপিটুনি’ পুলিশে দিল জনতা
মিরপুরে ছাগলের হাটে হাসিলের নামে চলছে চাঁদাবাজি

মিরপুরে ছাগলের হাটে হাসিলের নামে চলছে চাঁদাবাজি

স্টাফ রিপোর্টার ॥ মিরপুর ছাগলের হাটে হাসিল বা খাজনার নামে কয়েকগুন বেশি টাকা আদায় করা হচ্ছে। পশুর ক্রেতা-বিক্রেতারা বলছেন, এটা রীতিমতো চাঁদাবাজি! প্রশাসন কর্তৃক নির্ধারিত নিয়ম-নীতির তোয়াক্কা না করে ইজারাদাররা গলাকাটা হাসিল নিচ্ছেন। এ নিয়ে ইজারাদার ও তাদের লোকজনের সঙ্গে ক্রেতা-বিক্রেতার প্রায়ই হট্টগোল হচ্ছে। এছাড়াও বাজারের কোথাও নেই খাজনা আদায়ের চার্ট। জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা সূত্রে জানা যায়, ২০১৪ সালে সর্বশেষ সমন্বয় করা সরকারি নিয়মানুযায়ী ছাগল প্রতি ৭ শতাংশ হারে সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত হাসিল আদায় করা যাবে। এছাড়াও বাজারের দৃশ্যমান স্থানে টোল চার্ট টাঙানোর নির্দেশনা রয়েছে। সরেজমিনে মিরপুর ছাগলের হাটে গিয়ে দেখা যায়, ছাগল প্রতি ১২ শতাংশ হারে ১ হাজার টাকারও বেশি হাসিল আদায় করা হচ্ছে। নেই কোন টোল চার্ট।
ছাগল ক্রেতা বাহুবল উপজেলার চক্রামপুর গ্রামের  ফারুক মিয়া বলেন, আমি ২টি ছাগল ১৭ হাজার টাকা দিয়ে কিনেছি, ২০০০ টাকা হাসিল দিতে হয়েছে। এই বাজারে আসলে খুবই নির্যাতিত হওয়া লাগে। আরেক ক্রেতা নয়াগাঁও এলাকার আঃ আহাদ জানান, তিনি ৩২০০ টাকা দিয়ে ছাগল ক্রয় করে ৩৮০ টাকা হাসিল দিয়েছেন। বাজারে আসা অন্য আরেক ক্রেতা বলেন, এ হাটে রীতিমতো চাঁদাবাজি চলছে। বাজারের ইজারাদার হেলাল চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা তিনি ব্যস্ত আছেন বলে কল কেটে দেন। একই বিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com