নিজস্ব সংবাদদাতা ॥ ন্যাশনাল টি কোম্পানির ১২ টি চা বাগান রয়েছে। দীর্ঘ প্রায় আড়াই মাস কর্মবিরতির পর আজ মঙ্গলবার থেকে খুলছে এনটিসির চা বাগান গুলো। গতকাল সোমবার দুপুর থেকে শ্রমিকদের ২ সপ্তাহের মজুরি পরিশোধর পরিপ্রেক্ষিতে শ্রমিকরা আজ মঙ্গলবার থেকে কাজে যোগদান করবেন। মাধবপুর উপজেলায় রয়েছে দুটি চা বাগান তেলিয়াপাড়া, জগদীশপুরও চুনারুঘাটসহ ১২টি চা বাগান রয়েছে। নিয়মিত শ্রমিক রয়েছে প্রায় সাড়ে ১২ হাজার। গত ৫ আগস্ট সরকার পতনের পর এনটিসি কোম্পানির পরিচালনা পরিষদের কার্যক্রম ভেঙে পড়ে। ব্যাংক হতে অর্থ সরবরাহ বন্ধ হয়ে গেলে শ্রমিকদের সাপ্তাহিক মজুরি, রেশন ও মাসিক বেতন বন্ধ হয়ে যায়। এর পর ৬ সপ্তাহ মজুরি ছাড়াই কাজ করেন শ্রমিকরা। তারপর থেকেই গত ১৯ অক্টোবর থেকে বকেয়া মজুরি ও রেশনের দাবিতে কর্মবিরতি শুরু করেন ১২ টি চা বাগানের শ্রমিকরা। গত ১ ডিসেম্বর সংকট নিরসনে এিপক্ষীয় আলোচনা হয় বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গল সভাকক্ষে। সেখানে সিদ্ধান্ত হয় শ্রমিকদের ছয় সপ্তাহের মজুরির মধ্যে দুই সপ্তাহের মজুরি পরিশোধ করা হবে। অবশিষ্ট মজুরি আগামী মার্চ মাসের মধ্যে কিস্তিতে পরিশোধ করা হবে। শ্রম দপ্তরের ত্রিপক্ষীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে শ্রমিকদের দুই সপ্তাহের বকেয়া মজুরি পরিশোধ করা হচ্ছে। শ্রমিকরা মঙ্গলবার থেকে তাদের কাজে যোগদান করবেন। চা শ্রমিক কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পান বলেন, চা শ্রমিকরা কর্মবিরতির কারনে রাষ্ট্র, মালিক ও শ্রমিকের ক্ষতি হয়েছে। বাগানের স্বার্থে শ্রমিকদের সবাইকে ১ ঘন্টা বেশি কাজ করার জন্য অনুরোধ করেছেন। এনটিসির মহাব্যবস্থাপক এমদাদুল হক জানান, ঋণ জটিলতার কারণে শ্রমিকদের মজুরি ও রেশন দিতে বিলম্ব হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সোমবার শ্রমিকদের মজুরি দেয়া হচ্ছে। শ্রমিকরা মঙ্গলবার থেকে কাজে যোগদান করবে।
Leave a Reply