শুক্রবার, ১১ Jul ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন

মাধবপুরে এক মাসে ২০ কোটি টাকার ভারতীয় মালামাল ও মাদকদ্রব্য উদ্ধার

মাধবপুরে এক মাসে ২০ কোটি টাকার ভারতীয় মালামাল ও মাদকদ্রব্য উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অভিযানে গত ডিসেম্বর মাসে ২০ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য জানান।
গত ডিসেম্বর মাসে বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকা মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২০ কোটি ১৮ লাখ ৩২ হাজার ৫২৯ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১৯ কোটি ৪৫ লাখ ৯ হাজার ৬৭৯ টাকা মূল্যের চোরাচালানী মালামাল এবং ৭৩ লাখ ২২ হাজার ৮৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে মোবাইল ফোনের ডিসপ্লে- ১৬,১০০ পিস, সিটি গোল্ড চেইন- ১,৩৭,৯৭৬ পিস, চশমা/সানগ্লাস ২০,৫২৪ পিস, প্রসাধনী সামগ্রী- ৭৭,২০১ পিস, ইনজেকশন/ঔষধ- ৭৪,৪১৯ পিস, পাওয়ার ব্যাটারী- ৯৬,০০০ পিস, শাড়ী- ৫২৮ পিস, থ্রি-পিস- ১০০টি, হাজী রুমাল- ৩২,২০৩ পিস, সিগারেট- ১,৩৯,৮০০ পিস, জর্জেট থান কাপড় ২৫৪৮ মিটার, ডেন্টাল গার্ড ৩৭,৩২০ পিস, চকলেট ২৫,৬৫৫ পিস, ভারতীয় ওটস্ ৪৬৩ কেজি, কিসমিস ৩০০ কেজি, উলের শাল- ৮০ পিস, মোবাইল ফোন- ১২ পিস, রসুন ৯৫ কেজি এবং চিনি ১৫০ কেজি। সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, এই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা ব্রাহ্মণবাড়িয়া ও মাধবপুর সীমান্ত দিয়ে ভারত থেকে যেন কোন প্রকার চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য অবৈধভাবে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিজিবি রাতদিন পরিশ্রম করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা চলমান থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com