মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে ঘন কুয়াশার মাঝে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাস চালকসহ আহত হয়েছে দুইজন। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার ভোর রাতে। উপজেলার শাহজীবাজার দরগাহ গেইট এলাকায় স্টার সিরামিক কোম্পানির দুই নাম্বার গেইটের সামনে। গুরুতর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাক চালক জানান, কুয়াশার কারণে সড়কে কিছুই দেখা যায় না। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হয়। ভোররাতে এই দুর্ঘটনা ঘটেছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, ইদানিং প্রতিটি দুর্ঘটনাই ঘন কুয়াশার কারণে হচ্ছে। মহাসড়কে দুই হাত পর কিছুই দেখা যায় না। কুয়াশা বাড়াতে গাড়ি চালানো কঠিন হয়ে পড়বে বলেও তিনি মন্তব্য করেন।
Leave a Reply